সোমবার, ২৯ আগস্ট, ২০১১

অনুবাদক ১৪১৮ (ইংরেজী থেকে বাংলা অনুবাদ করার software) কিছু ফিচার

add word: dictionary ট্যাবে গিয়ে "add word" button এ ক্লিক করুন । নীচের মত একটি ফ্রেম আসবে ।
add wordযে শব্দটি dictionary তে নেই , তার ইংলিশ , বাংলা লেখুন , এরপর identity এবং property select করুন । তারপর ok চাপলেই শব্দটি ডিকশনারিতে যুক্ত হয়ে যাবে । আপনি online এ থাকলে ok চাপার পর সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে । কেননা শব্দটা আমাদের server এ সংরক্ষণ করে রাখা হয় । যাতে পরবর্তীতে সবগুলো শব্দ একত্রিত করে একটি বড় dictionary তৈরী করা যায় ।এরপর cancel দিয়ে refresh দিন । তারপর search এ শব্দটি লেখুন , শব্দটি dictionary table এ পেয়ে যাবেন ।
confusion button : ছবি গুলো লক্ষো করুন -


confusion button এ ক্লিক করুন ।

যে শব্দগুলোর অর্থ dictionary তে নেই সেগুলোর একটি লিস্ট পেয়ে যাবেন । শব্দটি select করে update button এ ক্লিক করুন ।

তারপর অর্থ দিয়ে ok করুন । confusion ফ্রেমে ok করলেই নীচের মত দেখতে পারবেন ।

নতুন একটি ফিচার নিয়ে আসা হয়েছে - বাংলা শব্দগুলোর উপর mouse নিয়ে যান , তাহলেই দেখতে পারবেন ।
আপনাদের সহায়তার ইনশাল্লাহ খুব দ্রুত software টিকে সয়ংসম্পূর্ণ করতে পারব ।
software টির ভুলগুলো ধরায়ে দিন এবং নতুন কিছু idea চাই ।

২টি মন্তব্য: