বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

অনুবাদক ১৪১৮ (ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার software)


ইংলিশ থেকে বাংলা অনুবাদ

এটা আমাদের application এর মূল interface । উপরের textbox এ ইংলিশ কিছু লেখলে নীচের textbox এ এর অনুবাদ দ্যাখা যাবে । কোন অর্থ যদি খুজে না পাওয়া যায় তবে confusion button এর মাধ্যমে খুব দ্রুত এর অর্থ দেওয়া যাবে ।




বাংলা শব্দ অনুসন্ধান


অনুবাদক এর সাথে একটি ডিকশনারি আছে । এখানে বাংলা ও ইংলিশ দুই ধরনের শব্দই অনুসন্ধান করা যায় । অনুবাদক এখান থেকে শব্দের অর্থ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে ।
ইংলিশ শব্দ অনুসন্ধান
তবে বাংলা লেখাগুলো অবশ্যই unicode হতে হবে । এক্ষেত্রে avro ব্যবহার করতে পারেন । অনুবাদক ১৪১৮ এই লিংক থেকে  আমাদের software টি download করতে হবে । সফটওয়ারটি জাভাতে করা বিধায় সফটওয়ারটি চালাতে jre লাগবে । আপনার কম্পিউটারে যদি jre না থাকে , তবে website এর নির্দেশিত লিংক থেকে jre download করে install করুন ।

সফটওয়ারটিতে অনেক ভুল আছে যা হয়ত আপনার গুরুত্বপূর্ণ উপদেশের মাধ্যমে সংশোধন করা সম্ভব হবে । তাই কমেন্ট করতে ভুলবেন না ।

আর আমাদের সফটওয়ারটিতে বর্তমানে ১৩০০ শব্দ আছে । কোন সহৃদয় ব্যাক্তি যদি কিছু শব্দ add করে onu.dat ফাইলটি আমাদের কাছে email করে , তবে আমরা বিশেষভাবে উপকৃত হই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন