মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

নিজেই তৈরী করুন nokia theme

নকিয়াতে থিম তৈরী করার জন্য carbide.ui নামে একটি ide আছে । তবে ১৭০ mb এর হওয়ায় অনেকেই আর আগাতে সাহস পায়না । তাই মেনুয়ালি কিভাবে s40 সেটের থিম তৈরী করতে হয় তা এই পোস্টে লিখলাম । আর s60 সেটের জন্য carbide.ui ব্যবহার করা ছাড়া আর কোন উপায় নাই ।তাহলে শুরু করা যাক -
থিম বানানোর জন্য দুটি tool লাগবে , ১। notepad ২। winrar
প্রথমে http://www.mediafire.com/file/vu9aspvrru03s5o/ILoveYou.zip থেকে ফাইলটি download করে একটি copy করে এর zip format টিকে change করে nth format করে মোবাইলে ডুকান । তারপর কম্পিউটারের copy টিকে extract করুন এবং wallpaper.jpg , gridbg.jpg নামে ফাইল দুটি কেটে দিন । এরপর wallpaper.jpg , gridbg.jpg নামে দুটি ২৪০*৩২০ সাইজ এর ছবি তৈরী করে extract করা folder এ পেস্ট করুন । এরপর সবগুলো ফাইল select করে add to archive দিন । তারপর ,
 archive format zip দিন এবং archive name এ zip কেটে nth দিন । এরপর ok চাপুন । হয়ে গেল আপনার থিম । এরপর এটি মোবাইল নিন ।
 আপনি যদি আরো পরিবর্তন আনতে চান । তবে অন্যান্য ছবি লক্ষ্য করুন । এগুলোর রেজুলেশন দেখুন । এরপর ঐ মাপের ছবি তৈরী করুন এবং replace করুন । আরো পরিবর্তন আনতে চাইলে theme_descriptor.xml ফাইলটি notepad এ খুলে শেষের দিকে যান । এরপর tone দিতে চাইলে <tones /> এর পরিবর্তে লেখুন <tones src="ফাইলের নাম এবং ফরমেট (ex:tune.mp3)"/> . একইভাবে <radio_audio_bg /> ,<startup />,<shutdown /> দিতে পারেন ।<calendar_bg /> এর ক্ষেত্রে <calendar_bg january="ফাইলের নাম এবং ফরমেট (ex:jan.png)"/>এক্ষেত্রে বারটি মাসের নাম এবং ইমজ ফাইলের নাম দিতে পারেন । একেক মাসে calendar এ একেক ইমেজ দেখাবে ।